অসিদের উড়িয়ে বিশ্বকাপ জিতলো উইন্ডিজ মেয়েরা

অসিদের উড়িয়ে বিশ্বকাপ জিতলো উইন্ডিজ মেয়েরা। ছবি- আইসিসিঅস্ট্রেলিয়াকে রীতিমতো উড়িয়ে দিয়ে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ওয়েস্ট ইন্ডিজের প্রমীলারা। এদিন অসিদের ছুড়ে দেওয়া ১৪৯ রানের টার্গেটে খেলতে নেমে ১৯.৩ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। ফলে অসিদের ৮ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ক্যারিবিয়ান মেয়েরা।

স্টেফানি-ম্যাথুসরা ফাইনালে যেভাবে অসিদের হেসে-খেলে হারিয়েছেন চাইলে কিছুক্ষণ পর শুরু হতে যাওয়া ফাইনালে সেখান থেকে অনুপ্রেরণা নিতে পারেন গেইল-স্যামিরা। এ নিয়ে এ বছর দুটি বিশ্বকাপ জিতলো ক্যারিবিয়ানরা। এর আগে বছরের শুরুতে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতে ক্যারিবীয় যুবারা। আজ সন্ধ্যায় গেইলরা ইংল্যান্ডকে হারালে হ্যাটট্রিক শিরোপা জিতবে ওয়েস্ট ইন্ডিজ।

এদিন কলকাতার ই‌‌‌ডেন গার্ডেনে আগে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি অস্ট্রেলিয়ার। দ্বিতীয় ওভারের শেষ বলে দলীয় ১৫ রানের মাথায় অ্যালিসা হেলিকে (৪) আউট করেন ম্যাথুস। তবে তাতে খুব বেশি সমস্যা হয়নি অসিদের।

দ্বিতীয় উইকেট জুটিতে দলের স্কোরশিটে ৭৭ রান যোগ করেন অধিনায়ক মেগ ল্যানিং ও এলিসি ভিলানি। দু’জনই পেয়েছেন ফিফটির দেখা। ৩৭ বলে ৯টি চারে সাজানো ৫২ রানের ইনিংস খেলে ডোটিনের শিকারে পরিণত হন ভিলানি।

ল্যানিংয়ের ইনিংসটিও থামে ৫২ রানে। ক্যারিবীয় বোলার আনিসা মোহামেদের এলবিডব্লিউর ফাঁদে পড়ার আগে ৪৯ বলে আটটি চারের মারে মূল্যবান ইনিংসটি দলকে উপহার দেন অসি অধিনায়ক। ২৩ বলে দুটি ছক্কায় ২৮ রান করেন এলিসি পেরি। ৪ ওভারে ৩৩ রান দিয়ে ২ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সেরা বোলার ডোটিন। একটি করে উইকেট নেন আনিসা মোহামেদ ও ম্যাথুস।

১৪৯ রানের টার্গেটে খেলতে নেমে ক্যারিবীয়দের উড়ন্ত সূচনা এনে দেন হ্যালি ম্যাথুস ও স্টেফানি টেলর। এ দুজনের ১৫.৪ ওভারের উদ্বোধনী জুটিতেই আসে ১২০ রান। ৪৫ বলে ৬৬ রান করে আউট হন ম্যাথুস। মূলত উদ্বোধনী জুটিতেই জয় নিশ্চিত করে ক্যারিবীয়রা। ম্যাথুস বিদায় নিলেও দলকে জয়ের বন্দরে নিয়ে যান স্টেফানি। ৫৭ বলে ৫৯ রানে তিনি যখন আউট হন তখন শিরোপা থেকে মাত্র ৫ রান দূরে তার দল। শেষ পর্যন্ত ৩ বল ও ৯ উইকেট হাতে রেখেইজয় তুলে নেয় ক্যারিবিয়ান মেয়েরা।উৎস- বাংলা ট্রিবিউন


ছবি ঘর বিভাগের আরো খবর...
সরকারি চাকরিতে কোটা ইস্যুতে  হাইকোর্ট থেকে সমাধান আসা উচিত: প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে কোটা ইস্যুতে হাইকোর্ট থেকে সমাধান আসা উচিত: প্রধানমন্ত্রী
আইএমএফ ঋণের তৃতীয় কিস্তি পেল বাংলাদেশ আইএমএফ ঋণের তৃতীয় কিস্তি পেল বাংলাদেশ
ভেঙে দেওয়া হচ্ছে সাদিক অ্যাগ্রো ফার্ম ভেঙে দেওয়া হচ্ছে সাদিক অ্যাগ্রো ফার্ম
গণতন্ত্র আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী গণতন্ত্র আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ আওয়ামী লীগের পথচলা বাংলাদেশ আওয়ামী লীগের পথচলা
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
সবুজ বাংলাদেশ গড়ে তুলুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবুজ বাংলাদেশ গড়ে তুলুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
কোরবানির সুস্থ পশু চেনার উপায়, অসুস্থ গরু থেকে সাবধান কোরবানির সুস্থ পশু চেনার উপায়, অসুস্থ গরু থেকে সাবধান
এইডসের গুজবে বিব্রত মমতাজ এইডসের গুজবে বিব্রত মমতাজ
জুনেই ঢাকায় আসতে পারেন নরেন্দ্র মোদি জুনেই ঢাকায় আসতে পারেন নরেন্দ্র মোদি

অসিদের উড়িয়ে বিশ্বকাপ জিতলো উইন্ডিজ মেয়েরা
(সংবাদটি ভালো লাগলে কিংবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে অন্যদের সাথে শেয়ার করুন।)
tweet