বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে পূর্ব সর্তকতামূলক ব্যবস্থা নিতে হবে। কাঙ্খিত প্রবৃদ্ধি অজর্নের জন্য অর্থনৈতিক স্থিতিশিলতা খুবই গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
ড. আতিউর এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তায় আজ এখানে আয়োজিত এক সম্মেলনে বক্তব্যে এ সব কথা বলেন।
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এমন সময়ে এ ধরনের মন্তব্য করলেন, যখন দেশে হরতাল ডেকে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে।
গভর্নর বলেন, সামষ্টিক অর্থনীতি এবং ফিনান্সিয়াল এনভায়রমেন্টের মধ্যে স্থিতিশিলতা ও ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে ঝুকি অথবা হুমকির বিরুদ্ধে সতর্ক থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এ ধরনের সংকট সৃষ্টির আগে ছোট ছোট সমস্যাগুলো চিহ্নিত করতে হবে এবং সেগুলো সমাধানের উদ্যোগ নিতে হবে।
গভর্নর বলেন, সমষ্টিক অথনীতিতে কিভাবে ঝুকি মোকামেলা করা যায় এবং স্থিতিশিলতা বজায় রাখা যায়, সে বিষয়গুলো নিযে আলোচনা করতে হবে।
তিনি আরও বলেন, প্রাথমিক পর্যায়ে সামষ্টিক অর্থনীতি এবং ফিনান্সিয়াল স্থিতিশিলতা বজায় রাখার জন্য আমাদেরকেই এ ধরনের ছোট খাটো সংকটগুলো দুর করতে হবে। পরবর্তীতে আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ে উদ্যোগ নিতে হবে।
তিনি ২০০৮-২০০৯ সালের বৈশ্বিক অর্থনৈতিক সংকটের উল্লেখ করে বলেন, বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল। বৈশ্বিক অর্থনৈতিক সংকটে আমাদের অর্থনীতিতে তেমন কোন বিরূপ প্রভাব পড়েনি। আর্থিক খাতে শৃংখলা বজায় রাখার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা সম্পর্কে তিনি বলেন, এ জন্য নজরদারি বাড়ানো হয়েছে।