ইয়েমেনে সোমবার (৩ নভেম্বর) রাতে পৃথক ড্রোন হামলায় আল কায়েদার সন্দেহভাজন ২০ জঙ্গি নিহত হয়েছে। খবর বাসস
দেশটিতে জিহাদিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রই একমাত্র ড্রোন যুদ্ধে নিয়োজিত রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্যাঞ্চলের রাদা শহরের কাছে আল কায়েদার অবস্থান লক্ষ্য করে দুই দফা ড্রোন হামলা চালানো হয়। শহরটিতে জিহাদিরা ও অগ্রসরমান শিয়া বিদ্রোহীরা ভয়াবহ যুদ্ধে লিপ্ত রয়েছে।
ইয়েমেনে একমাত্র দেশ হিসেবে যুক্তরাষ্ট্রই ড্রোন হামলা চালিয়ে থাকে। তবে মার্কিন কর্মকর্তারা প্রায়ই এককভাবে হামলার কথা অস্বীকার করে থাকেন।