ঢাকা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটির (ডিইউএফএস) আয়োজনে সোমবার থেকে শুরু হল পাঁচ দিনব্যাপী অ্যানিমেটেড সিনেমার উৎসব।
বিশ্ব বিখ্যাত সব অ্যানিমেটেড সিনেমা নিয়ে ‘ব্লুপ অ্যানিমেশন ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৪’ অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে।
প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে সিনেমা প্রদর্শনী চলবে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত।
ট্যাঙ্গলড, শ্রেক, আপ, ডেসপিকেবল মি, টিনটিন, গ্রেইভ অফ দ্য ফায়ারফ্লাইজ, মন্টু মিয়ার অভিযান-এর মতো দারুণ কিছু অ্যানিমেটেড সিনেমা দেখানো হবে পুরো উৎসব জুড়ে। সেই সঙ্গে থাকছে ডিজনি পিক্সারের বেশ কিছু শর্ট ফিল্ম।
উৎসবের ব্যাপারে বিস্তারিত জানালেন ঢাকা ইউনিভার্সিটি ফিল্ম সোসাইটির সদস্য ইস্তি আহমেদ। তার কাছ থেকে জানা গেল এই উৎসবের খুঁটিনাটি।
“এই উৎসবের পেছনে আমাদের উদ্দেশ্য হল, সকল সিনেমাপ্রেমীকে এক জায়গায় এনে কিছু ভালো অ্যানিমেটেড সিনেমা দেখানো। আমাদের দেশে অনেক প্রতিভাবান শিল্পী আছেন যারা অ্যানিমেশন নিয়ে কাজ করতে আগ্রহী। এ উৎসবের ফলে দেশে অনেকেই অ্যানিমেটেড সিনেমা নিয়ে কাজ করার অনুপ্রেরণা পাবেন বলে আমরা আশা করছি।”
কোন শ্রেণির দর্শকদের জন্য এই আয়োজন, এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, “অ্যানিমেশন সিনেমার দর্শক মূলত শিশু-কিশোররাই। এছাড়াও সাধারণ মানুষের কথাও ভেবে আমরা এই উৎসবের সিনেমাগুলো ঠিক করেছি।”
উৎসবটি সবার জন্যই উন্মুক্ত। চলবে ৩ থেকে ৮ নভেম্বর পর্যন্ত।