চাপাইনবাবগঞ্জ পৌর এলাকায় একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে দাওয়াত খেয়ে ১৯ শিশুসহ কমপক্ষে ৫০ জন অসুস্থ্ হয়ে পড়েছেন। এদের মধ্যে কনেসহ ৩৬ জনকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।চিকিৎসকরা বলছেন, বিয়ের অনুষ্ঠানে পরিবেশন করা দই খেয়ে এই বিষক্রিয়ার সৃষ্টি হয়েছে।
শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রাজারামপুর মালোপাড়ায় এই ঘটনা ঘটে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে রাজারামপুর মালোপাড়া এলাকায় সফিকুল ইসলামের মেয়ে সুমি বেগমের বিয়ের অনুষ্ঠান চলছিল। এ সময় দাওয়াতে আসা অতিথিরা দুপুরের খাবার খাওয়ার পরপরই অসুস্থ্যবোধ করেন। বিকেলের পর থেকে অনেকেরই বমি ও ডায়েরিয়া শুরু হয়।
সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কনে সুমিসহ ৩৬ জনকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ১৯ জন শিশু, ১০ নারী ও ৭ জন পুরুষ রয়েছেন। এছাড়া বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ডা. রুহুল আমিন বলেন, ‘বিয়ের অনুষ্ঠানে পরিবেশন করা দইয়ের বিষক্রিয়ার কারণেই এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।’ তবে ভর্তি হওয়া রোগীদের অবস্থা আশংকাজনক নয় বলে জানান তিনি।
এদিকে, এ ঘটনায় সদর থানা পুলিশ দই বিক্রেতা এহসান আলীকে আটক করতে গেলে তিনি পালিয়ে যান বলে জানান রাজারামপুর থানার পুলিশের উপ পরিদর্শক (এসঅাই) আবু সাঈদ।