বিদেশিদের বাড়ি ভাড়া দিতে সতর্ক থাকার আহ্বান

বিদেশিদের কাছে বাড়ি ভাড়া দেওয়ার আগে তাদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করতে বাড়ির মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

অবৈধভাবে বসবাসসহ বিভিন্ন অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৩১ জন বিদেশি নাগরিককে আটকের পর এক সংবাদ ব্রিফিংয়ে গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) কৃষ্ণপদ রায় এ আহ্বান জানান।

বৃহস্পতিবার রাতে রাজধানীর বনশ্রী, গুলশান ও উত্তরায় অভিযান চালিয়ে এই বিদেশিদের আটক করা হয়।

বেলা ১২টার দিকে পুলিশের গণমাধ্যম কার্যালয়ে ব্রিফিংয়ে জানানো হয়, আটকদের মধ্যে নাইজেরিয়ার ১২, ক্যামেরুনের ৫, উগান্ডার চারজন, গাম্বিয়ার তিনজন, আইভরি কোস্টের দুইজন এবং কেনিয়া, টোগো, মালি, মোজাম্বিক ও সেনেগালের একজন করে রয়েছেন।

আটকদের মধ্যে থেকে উগান্ডার দুইজনের কাছে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট পাওয়া গেছে। বাকিদের কাছে বাংলাদেশে অবস্থানের কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অবৈধভাবে বাংলাদেশে বসবাসের অভিযোগে মামলা হয়েছে বলে জানানো হয়।

ব্রিফিংয়ে পুলিশ কর্মকর্তা কৃষ্ণপদ রায় বলেন, “বিদেশি নাগরিকরা বিভিন্ন পরিচয়ে যেমন- ছাত্র, ব্যবসায়ী, খেলোয়াড় ইত্যাদি পরিচয়ে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।”

তিনি বৈধ কাগজপত্র ছাড়া কোনো বিদেশি নাগরিককে বাসা ভাড়া না দিতে বাড়ির মালিকদের প্রতি আহ্বান জানান।

ব্রিফিংয়ে সম্প্রতি এক আলজেরিয় নাগরিকের হাতে উত্তরায় এক স্কুলছাত্র নিহত হওয়ার কথা উল্লেখ করা হয়।

এছাড়া ২০১২ সালের ১৬ মে এক নাইজেরিয় নাগরিক ৪৫০ গ্রাম কোকেনসহ বনানী থানায় ধরা পড়েন।

২০১৩ সালের ১ ফেব্রুয়ারি একজন দক্ষিণ আফ্রিকান ও একজন ক্যামেরুনের নাগরিক জাল ডলার ও ডলার তৈরির সরঞ্জামসহ ডিবির হাতে ধরা পড়ে বলে জানানো হয়।

গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার শেখ নাজমুল আলম, উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান ও অতিরিক্ত উপ-কমিশনার মো. আহাদ এসময় উপস্থিত ছিলেন।


শীর্ষ খবর বিভাগের আরো খবর...
সরকারি চাকরিতে কোটা ইস্যুতে  হাইকোর্ট থেকে সমাধান আসা উচিত: প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে কোটা ইস্যুতে হাইকোর্ট থেকে সমাধান আসা উচিত: প্রধানমন্ত্রী
আইএমএফ ঋণের তৃতীয় কিস্তি পেল বাংলাদেশ আইএমএফ ঋণের তৃতীয় কিস্তি পেল বাংলাদেশ
ভেঙে দেওয়া হচ্ছে সাদিক অ্যাগ্রো ফার্ম ভেঙে দেওয়া হচ্ছে সাদিক অ্যাগ্রো ফার্ম
গণতন্ত্র আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী গণতন্ত্র আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
সবুজ বাংলাদেশ গড়ে তুলুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবুজ বাংলাদেশ গড়ে তুলুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
এইডসের গুজবে বিব্রত মমতাজ এইডসের গুজবে বিব্রত মমতাজ
জুনেই ঢাকায় আসতে পারেন নরেন্দ্র মোদি জুনেই ঢাকায় আসতে পারেন নরেন্দ্র মোদি
নতুন সেনাপ্রধান হলেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান নতুন সেনাপ্রধান হলেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান
প্রিন্স মামুনের রিমান্ড নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ প্রিন্স মামুনের রিমান্ড নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

বিদেশিদের বাড়ি ভাড়া দিতে সতর্ক থাকার আহ্বান
(সংবাদটি ভালো লাগলে কিংবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে অন্যদের সাথে শেয়ার করুন।)
tweet