‘কিছু সাংবাদিক মহল আমার মূল বক্তব্যকে প্রচার না করে আমার বক্তব্যের খন্ডিত অংশ প্রচার করে ভুল ব্যাখ্যা করেছে।’
আজ সোমবার ধানমণ্ডির আওয়ামীলীগ সভানেত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম তার বক্তব্যের এ বিষয়ে ব্যাখ্যা দেন।
তিনি বলেন, সবাই যদি আমার ৪৭ মিনিটের সম্পূর্ণ বক্তব্য শোনেন তবে সকলের এই ভুল ধারণা দূর হয়ে যাবে। তিনি বলেন, আমি আশা করি সাংবাদিকরা আমার পুরো ৪৭ মিনিটের বক্তব্য প্রচার করবেন এবং আপনাদের সহযোগিতায় এই ভুল বোঝাবুঝির অবসান হবে।
৫ জানুয়ারি নির্বাচন নিয়ে দেয়া তার বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিয়ে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা আরও বলেন, “কিছু মানুষ আছেন যারা শুধু অন্যের দোষত্রুটি খুঁজে বের করেন কিন্তু ভালকাজগুলো চোখে দেখেন না। আমার বক্তব্যে আমি বলেছিলাম, ৫ জানুয়ারি নির্বাচনে বিএনপি সংবিধান লঙ্ঘন করে নির্বাচনে আসেনি। কিন্তু এই কথা কেউ প্রকাশ করে নি।”
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে গত ১২ই নভেম্বর ছাত্রলীগের এক আলোচনা সভায় তার দেওয়া বক্তব্য নিয়ে আওয়ামীলীগ সহ রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক তৈরি করে।
এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, “ছাত্রলীগের সোনার ছেলেরা মানুষের বাড়ি-ঘর, শিক্ষা প্রতিষ্ঠান, জমি-জমা দখল করছে। এখন ইমাম সাহেবরা তাদের সরকারি চাকরি দিতে চান।”
তার এই বিতর্কের অবসানের জন্যই প্রধানমন্ত্রীর পরামর্শে মিঃ ইমাম আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।