ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা-এনআইএ’র কাছে ৪১ সন্ত্রাসী ও জঙ্গির তালিকা দিয়েছে বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর ভারতের পক্ষ থেকে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার কাছে দেয়া হয়েছে ১১ জনের তালিকা।
তালিকাভূক্তদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী।আর জঙ্গিদের মধ্যে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ-জেএমবির সদস্য বলে জানা গেছে। এছাড়া হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ- হুজিবি’র সদস্যও রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এনআইএ প্রতিনিধি দলের বৈঠকের পর আজ তারা পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এরপর এনআইএ’র প্রতিনিধি দল র্যাব সদরদপ্তরে বিকেলে বৈঠক করেন র্যাব কর্মকর্তাদের সঙ্গে। বৈঠক শেষে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করেন।
র্যাবের সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসীদের তালিকা বিনিময়ের বিষয়টি জানানো হয়। বাংলাদেশ যেসব সন্ত্রাসীদের তালিকা দিয়েছে র্যাব তাদের নামের একটি তালিকাও প্রকাশ করেছে।