রেলপথে নাশকতা ঠেকাতে সন্ধ্যা থেকে রেলপথের ১ হাজার ৪১ ঝুঁকিপূর্ণ পয়েন্টে প্রায় সাড়ে ৮ হাজার আনসার সদস্য মোতায়েন করা হচ্ছে।
রেলের নিরাপত্তা রক্ষা, ট্রেন চলাচল স্বাভাবিক রাখা ও নাশকতা রোধে সন্ধ্যার মধ্যেই সারাদেশের ঝুকিপূর্ণ ১০৪১ টি পয়েন্টে মোট ৮৩২৮ জন আনসার ও ভিডিপি সদস্য কাজ করবে।
বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সারাদেশে রেল চলাচল স্বাভাবিক ও রেল লাইনের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে গতকাল এক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভায় দ্রুত আনসার নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত হয়। এরই প্রেক্ষিতে আজ সন্ধা থেকেই ১০৪১টি পয়েন্টে নামছে ৮৩২৮ জন আনসার ও ভিডিপি সদস্য।
প্রতি পয়েন্টে ৮ জন করে আনসার সদস্য দাযিত্ব পালন করবে।