বাংলাদেশের অর্থনীতি আগামী তিন বছরে ক্রমান্বয়ে সম্প্রসারিত হবে। এই প্রবৃদ্ধির ধারাবাহিকতায় ২০১৭ সালের মধ্যে মোট অভ্যন্তরীণ উৎপাদন ৭ শতাংশে উন্নীত হবে। বিশ্ব ব্যাংকের সর্বশেষ রিপোর্টে এ কথা বলা হয়েছে।
‘বিশ্ব অর্থনৈতিক সম্ভাবনা-২০১৫’ শীর্ষক এই রিপোর্ট মঙ্গলবার (বাংলাদেশে বুধবার) ওয়াশিংটনে প্রকাশিত হয়। এতে বলা হয়, বাংলাদেশে চলতি বছর অর্থনৈতিক প্রবৃদ্ধি দাঁড়াবে ৬ দশমিক ২ শতাংশ, ২০১৫ সালে ৬ দশমিক ৫ শতাংশ এবং ২০১৭ সালে ৭ শতাংশে উন্নীত হবে।
বৈশ্বিক অর্থনীতির উন্নয়নের পটভূমিতে বাংলাদেশের অব্যাহত অর্থনৈতিক প্রবৃদ্ধির এই আভাষ দেয়া হয়। তবে, বিভিন্নমুখী ঝুঁকির মাঝে এই প্রবৃদ্ধির কথা বলা হয়েছে।
রিপোর্টে বলা হয়, অব্যাহত ব্যাপক রেমিটেন্স ও বেসরকারি ভোক্তা চাহিদায় পুনরুজ্জীবন চলতি বছর ও পরবর্তীতে অর্থনৈতিক প্রবৃদ্ধির সহায়ক হবে। তবে এর স্থায়ীত্ব বা টেকসই-এর জন্য রাজনৈতিক স্থিতিশীলতার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে রিপোর্টে।
বিশ্ব ব্যাংক এ কথা স্বীকার করেছে যে, বাংলাদেশে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনকেন্দ্রিক অসন্তোষ একই বছর স্বাভাবিক হতে শুরু করে।