ককপিটে পাইলট-ইঞ্জিনিয়ারের মারামারি

ফাইল ছবিফ্লাইট ছাড়ার সকল প্রস্তুতি সম্পন্ন, সব যাত্রীর আসন নেয়াও শেষ, মিলেছে এয়ার ট্রাফিক কন্ট্রোলের ক্লিয়ারেন্সও। অথচ রানওয়ে থেকে প্লেন আর নড়ছে না।

শনিবার সকালে চেন্নাই বিমানবন্দরের রানওয়েতে ওড়ার অপেক্ষায় ছিলো দিল্লি হয়ে প্যারিসগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট (এআই-১৪৩)। কিন্তু ওড়ার ঠিক আগ মুহূর্তে দরজা বন্ধ করে ককপিটের ভেতরেই ফ্লাইট ইঞ্জিনিয়ারকে মারধোর করতে শুরু করেন পাইলট মানিকলাল। আহত ইঞ্জিনিয়ারের স্থান হয় হাসপাতালে, আর এআই-১৪৩ ফ্লাইটটি ওড়েও প্রায় তিন ঘণ্টা দেরিতে।

যাত্রীদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সকাল পৌনে ন’টা নাগাদ দিল্লির উদ্দেশে ওই ফ্লাইটটির চেন্নাই থেকে রওনা হওয়ার কথা ছিল। সেই মতো ১২২ জন যাত্রী নিজেদের আসনে বসেও পড়েছিলেন। কিন্তু, নির্ধারিত সময়ের কিছুটা আগে বাধে বিপত্তি। ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন পাইলট। এরপর ককপিটের দরজা ভিতর থেকে বন্ধ করে ওই ইঞ্জিনিয়ারকে বেধড়ক মারধর করেন তিনি।

খবর যায় বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে। তারা এসে ককপিটের দরজা বন্ধ দেখেন। অভিযোগ, দরজা ভেতর থেকে তালাবন্ধ করে রেখেছিলেন পাইলট। এরপর কর্তৃপক্ষের মধ্যস্থতায় দরজা খুলে দেন তিনি। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় ওই ইঞ্জিনিয়ারকে। তাকে পাঠানো হয় হাসপাতালে।

চেন্নাই বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মানিকলাল নামে ওই পাইলটকে আপাতত উড়ান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত হচ্ছে।

পাইলটের কাণ্ডের জেরে সকাল পৌনে ন’টার ফ্লাইট তিন ঘণ্টা দেরিতে রওনা হয় দুপুর পৌনে ১২টায়।


ভারত বিভাগের আরো খবর...
জুনেই ঢাকায় আসতে পারেন নরেন্দ্র মোদি জুনেই ঢাকায় আসতে পারেন নরেন্দ্র মোদি
টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে মোদীর শপথ আজ টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে মোদীর শপথ আজ
গাড়ি চালিয়ে আসেন ভিক্ষা করতে‚ মাসিক উপার্জন লক্ষাধিক গাড়ি চালিয়ে আসেন ভিক্ষা করতে‚ মাসিক উপার্জন লক্ষাধিক
এগিয়ে যেতে দুই দেশের সহযোগিতার অঙ্গীকার এগিয়ে যেতে দুই দেশের সহযোগিতার অঙ্গীকার
স্থলসীমান্ত চুক্তি স্বাক্ষরে ইতিহাস তৈরি হলো স্থলসীমান্ত চুক্তি স্বাক্ষরে ইতিহাস তৈরি হলো
ভারতের প্রধানমন্ত্রী ঢাকায় ভারতের প্রধানমন্ত্রী ঢাকায়
দিল্লি মেট্রোতে ঘুরে বেড়ালেন মোদি দিল্লি মেট্রোতে ঘুরে বেড়ালেন মোদি
গোপন ক্যামেরার শিকার ভারতের শিক্ষামন্ত্রী গোপন ক্যামেরার শিকার ভারতের শিক্ষামন্ত্রী
বাংলাদেশ সরকারকে উৎখাত করতেই বর্ধমানে জঙ্গি জাল: এনআইএ বাংলাদেশ সরকারকে উৎখাত করতেই বর্ধমানে জঙ্গি জাল: এনআইএ
জম্মু-কাশ্মীরের পার্লামেন্টে মারামারি, দেখল শিক্ষার্থীরা (ভিডিও) জম্মু-কাশ্মীরের পার্লামেন্টে মারামারি, দেখল শিক্ষার্থীরা (ভিডিও)

ককপিটে পাইলট-ইঞ্জিনিয়ারের মারামারি
(সংবাদটি ভালো লাগলে কিংবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে অন্যদের সাথে শেয়ার করুন।)
tweet