মরণঘাতী রোগে আক্রান্ত দশ বছরের শিশু পুলিশ কমিশনার হওয়ার ইচ্ছাপোষণ করেছিল। বুধবার (১৫ অক্টোবর) সে ইচ্ছা পূরণ হয়েছে।
ব্লাড ক্যান্সারে আক্রান্ত একদিনের জন্য হায়দ্রাবাদের পুলিশ কমিশনার হতে চায়। তার এ ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে হায়দ্রাবাদ পুলিশ একদিনের জন্য সে সুযোগ করে দিয়েছে।
বুধবার পুলিশের পোশাক ও মাথায় টুপি পড়া অবস্থায় তাকে ক্যামেরাবন্দি করা হয়।
ছবিতে দেখা যায়, হাস্যোজ্জ্বল ভঙ্গিতে ক্যামেরার দিকে তাকিয়ে আছে সাদিক। এ সময় তার আশপাশের পুলিশ কর্মকর্তারা তাকে স্যালুট করছেন।
সাদিকের বাড়ি ভারতের তেলেঙ্গানা রাজ্যের করিমনগরে, তার বেশ কিছু আত্মীয় পুলিশে চাকরি করে। তাই খুব স্বাভাবিক ভাবেই প্রাণঘাতী রোগে আক্রান্ত শিশুদের নিয়ে কাজ করা ‘মেক এ উইশ ফাউন্ডেশনে’র কাছে পুলিশ কমিশনার হওয়ার ইচ্ছা পোষণ করে সাদিক।
পুলিশ কমিশনার হওয়ার পেছনে কারণ হিসেবে সাদিক বলে, রাজ্যে শান্তি বজায় রাখতে ও সন্ত্রাসীদের ধরতে আমার এ ইচ্ছা।
এদিকে, সাদিকের ইচ্ছা পূরণ করতে পেরে বেশ খুশি হায়দ্রাবাদ পুলিশ প্রধান মহেন্দ্র রেড্ডি।